Faqs

প্রশ্ন: প্রাইজ কি ফিক্সড ?

উ: জী 100% ফিক্সড

প্রশ্ন: প্রথমেই কি জমির রেজিস্ট্রেশন দেওয়া হবে?

উঃ জি শুরুতেই ২৫% দেয়ার পর ফ্লাট মালিকদেরকে জমির রেজিস্ট্রেশন দেওয়া হবে যাতে করে পরবর্তীতে ফ্ল্যাট রেজিস্ট্রেশন বাবদ আর কোন খরচ না লাগে।

প্রশ্ন: এই ২৫% টাকা কত দিনের মধ্যে দিতে হবে?

উঃ মিনিমাম ১ লক্ষ টাকা

প্রশ্ন: জমি রেজিস্ট্রেশন এবং মিউটেশন বাবদ কি আর কোন টাকা দিতে হবে?

উঃ জি না এই প্যাকেজ এর বাহিরে আর কোন টাকা দিতে হবে না।

প্রশ্নঃ জমি রেজিস্টেশনের কতদিন পর টাকা দিতে হবে?

উঃ জমি রেজিস্ট্রেশন এর তিন মাস পর বিল্ডিং এর কাজ শুরুর পূর্বে প্রত্যেকের এককালীন ১০% টাকা দিতে হবে।

প্রশ্ন: এই ১০% দেওয়ার কতদিন পরে কিস্তি দিতে হয়?

উঃ পরবর্তী মাস হতে।

প্রশ্ন: প্রতি মাসে কত টাকা কিস্তি দিতে হবে?

উঃ পরবর্তী মাস হতে।

প্রশ্ন: সার্ভিস চার্জ বাবদ প্রতি মাসে কত টাকা খরচ দিতে হবে?

উঃ প্রজেক্ট হস্তান্তর হওয়ার পর ফ্ল্যাটের মালিকগণ নিজেরাই সার্ভিস চার্জ নির্ধারণ করবেন।

প্রশ্ন: প্রাইস ফিক্সড করার কারণ কি?

উ: বিক্রেতা এবং ক্রেতা উভয়ের জন্যই ডিলিংস সহজ হয়। প্রাইজটা ফিক্সড না থাকার কারণে একটা সময়ে কে কত টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে বিষয়টা সবার মধ্যে জানাজানি হয়ে যায় ফলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। অন্যদিকে ফিক্সড থাকার কারণে কারো ঠকার সম্ভাবনা থাকে না।

প্রশ্ন: এই প্রজেক্ট এর আশে পাশে বর্তমানে তিন বেডের ফ্ল্যাটের ভাড়া কত?

উঃ লিফট, সিঁড়ি, জেনারেটর সহ বর্তমানে ৩ বেডের ফ্ল্যাটের ভাড়া মিনিমাম (১৪-১৫) হাজার টাকা।

প্রশ্ন: তিন বেডের ফ্ল্যাট হতে প্রতি মাসে কত টাকা ভাড়া পাওয়া যেতে পারে?

উঃ প্রজেক্টে হ্যান্ডওভার হওয়ার পর প্রতি মাসে মিনিমাম (আনুমানিক) (১৮-২০) হাজার টাকা ভাড়া দেওয়া যাবে।

প্রশ্ন: বিল্ডিংয়ের গুণগতমান কেমন হবে?

উঃ গুণগতমান শতভাগ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। কাজের গুণগত মান যাচাই করার শতভাগ এক্তিয়ার আপনা থাকবে। বিস্তারিত চুক্তিপত্রে / ব্রুশিয়ারে উল্লেখ থাকবে। তবে যারা আমাদের অন্যান্য হ্যান্ডওভার বা চলমান প্রজেক্ট দেখেছেন তারাই ভালো বলতে পারবেন আমাদের কাজের মান কেমন। আপনাকেও দেখার অনুরোধ জানাচ্ছি।

প্রশ্ন: প্রতিটি ফ্লোরে কি একই প্রাইস?

উ: জী প্রতিটি ফ্লোরে একই প্রাইস আপনার পছন্দ মত যে কোন ফ্লোর পছন্দ করতে পারবেন।

প্রশ্ন:ব্যাংক লোনের মাধ্যমে টাকা পরিশোধ করার সুযোগ আছে কি?

উ: আছে তবে অবশ্যই ১০০% শরিয়া ভিত্তিক হতে হবে।

প্রশ্ন: আপনারা জমি ডেভেলপমেন্টের জন্য কেমন জমি চাচ্ছেন?

উঃ: ঢাকার যে কোন প্রাইম লোকেশনে হতে পারে তবে অবশ্যই জমির মালিককে ইসলামিক মাইন্ডের হতে হবে যারা এই ধরনের ইসলামিক পরিবেশ পছন্দ করেন।

প্রশ্ন: আপনাদের আর কোথায় কোথায় প্রজেক্ট আছে?

উঃ উত্তরা, গুলশান, বারিধারা জে ব্লক এর পাশে ভাটারাতে, ঢাকা শহরের আরো বিভিন্ন প্রাইম লোকেশনে প্রজেক্ট এর ব্যাপারে কথা হচ্ছে।

ALWAYS SUPPORT YOU

HOW CAN WE HELP?

Visit us at our Office for a mean cup of coffee and a fantastic consulting team.

    Compare